স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০১৭ ১৩:৩৯

চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল আর্সেনাল

প্রায় দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারিয়েছে আর্সেনাল। সেই ক্ষতে প্রলেপ দিতে তাদের দরকার ছিল এফএ কাপের শিরোপা জয়। আর সেটা সফুভাবেই করতে পেরেছে গানাররা।

শনিবার (২৭ মে) ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার চতুর্থ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতি পর্যন্ত চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি চেলসি। বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া চেলসি উল্টো ৬৪তম মিনিটে হোঁচট খায়। ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে ভিক্টর মোসেস মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আন্তনিও কোন্তের দল।

৭৬তম মিনিটে দারুণ এক গোল করে চেলসির আশার প্রদীপ জ্বেলেছিলেন দিয়েগো কস্তা। তবে তিনি মিনিট পর বদলি খেলোয়াড় অলিভার জিরুডের ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করে আর্সেনালকে মধুর জয় এনে দেন অ্যারন রামসে।

এ নিয়ে রেকর্ড ১৩তম বার এফএ কাপের শিরোপা জিতল আর্সেনাল। ওয়েঙ্গারের অধীনে সাতবার শিরোপা জয় করেছে গানাররা। এটিও একটি রেকর্ড।

আপনার মন্তব্য

আলোচিত