স্পোর্টস ডেস্ক

০২ আগস্ট, ২০১৭ ১৫:৫৮

বার্সেলোনা ছাড়ার অনুমতি নেইমারের

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ার অনুমতি পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বুধবার স্প্যানিশ ক্লাবটি নিশ্চিত করলো, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে তারা চলে যাওয়ার অনুমতি দিয়েছে।

এফসি বার্সেলোনা তাদের অফিসিয়াল টুইটার পেজে এই খবর নিশ্চিত করেছে।

তাদের মুখপাত্রও এটা নিশ্চিত করেছেন। তাহলে খুব শিগগিরই ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়ের সাথে নেইমারের যোগ দেওয়ার খবর আসছে বলে আশা করা যায়।

এরআগে, মঙ্গলবার স্থানীয় সময় রাতে বার্সেলোনায় পৌঁছেন নেইমার। তার আগ থেকেই জানা গিয়েছিল বুধবার অনুশীলনে লিওনেল মেসিদের সঙ্গে অংশ নেবেন। তবে বার্সেলোনাই নেইমারকে অনুশীলনে অংশ না নিয়ে নির্ভার থাকার অনুমতি দিয়েছে।

টুইটার বার্তায় নেইমারকে বিদায়ের আগাম ইঙ্গিত দিয়ে বার্সা লেখে, 'নেইমার জুনিয়রকে ট্রেনিংয়ে অংশ না নেয়ার অনুমতি দেয়া হয়েছে।'

স্প্যানিশ রেডিও স্টেশন রেইস ওয়ান জানায়, ট্রেনিং গ্রাউন্ডে ৪৩ মিনিটের মতো সময় ব্যয় করেন নেইমার। বিদায় জানানোর জন্যই নেইমারের অনুশীলন ক্যাম্পে আসা বলে দাবি রেডিও স্টেশনটির।

বার্সেলোনার রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেই নেইমারকে দলে নিতে চায় পিএসজি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেইমারের প্যারিসে যাওয়া সময়ের ব্যাপারে পরিণত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত