স্পোর্টস ডেস্ক

২৬ মে, ২০১৫ ১১:৪৩

টেস্ট খেলতে উগদ্রীব তাসিকন

ওয়ানডে ও টি২০ মোটামুটি থিতু হয়েছেন বাংলাদেশ দলে। কিন্তু এখনো খেলা হয়নি টেস্ট ম্যাচ। যদিও টেস্ট ম্যাচ খেলার জন্য ব্যাকুল হয়ে আছেন বাংলাদেশ দলের তরূণ পেস বোলার তাসকিন আহমেদ।

এক সাক্ষাৎকারে এ ব্যাপারে তাসকিন বলেন, ‘টেস্ট তো খেলতেই হবে। টেস্ট ক্রিকেট হচ্ছে, ক্রিকেটের সেরা ফরম্যাট। টেস্ট না খেলা পর্যন্ত তো বড় ক্রিকেটার কেউ হতে পারে না। আমার খুবই ইচ্ছা, দ্রুত টেস্ট মাঠে নামার।’

তাসকিন আরো বলেন, ‘দেশের হয়ে সাদা জার্সি গায়ে খেলাটাই এখন বড় লক্ষ্য। তবে ফিজিও ও চিকিৎসক ছাড়পত্র না দেয়া পর্যন্ত তো নির্বাচকরা বিবেচনা করবেন না। আমি সে জন্য নিজেকে আরো ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।‘

অদূর ভবিষ্যতেই টেস্ট খেলার আশাবাদ ব্যক্ত করে তাসকিন বলেন, ‘আমি চেষ্টা করছি। এখন খুব কাছাকাছি চলে এসেছি বলে মনে হয়। আশা করি, দ্রুতই টেস্ট মাঠে দেখতে পাবেন।’

আপনার মন্তব্য

আলোচিত