সিলেটটুডে ডেস্ক

২৭ মে, ২০১৫ ১৯:৪১

সিলেটে সেক্টর আন্তঃ ব্যাটালিয়নের তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট সেক্টর আন্ত: ব্যাটালিয়ন তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় নগরীর আখালিয়ায় ফাইনাল খেলার মধ্যদিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. জামাল মাহমুদ সিদ্দিক।

এসময় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনসহ সিলেট সেক্টরের ব্যাটালিয়নের পরিচালক, স্টাফ অফিসার, জুনিয়র অফিসারসহ সৈনিক ও বেসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় সিলেট সেক্টরের অধিন ৫, ৮ ও ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশেেনর রেফারীরা খেলা পরিচালনা করেন। ফাইনাল খেলায় ৫ টি স্বর্ন, ৩টি রোপ্য ও ২টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ২ টি স্বর্ন, ২টি রোপ্য ও ৪টি তাম্র পেয়ে রানার্সআপ হয় ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

আপনার মন্তব্য

আলোচিত