নিজস্ব প্রতিবেদেক

৩১ অক্টোবর, ২০১৭ ০০:৫০

বিপিএলের টিকিটের জন্য মধ্যরাত থেকেই জেলা স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন

প্রথমবারের মতো এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর খেলা হবে সিলেটে। এ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ। টিকিট পেতে মরিয়া হয়ে উঠে ক্রিকেটপ্রেমীরা। তারউপর টিকিট নিয়ে শুরু হয়েছে লুকোচুরি। সোমবার রাতে শেষ মূহূর্তে জানা গেছে, ব্যাংকেও মিলবে টিকিট। কেবল জেলা স্টেডিয়ামের সামনেই মিলবে টিকিট।

মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলা স্টেডিয়ামের সামনে ৪টি বুথে বিক্রি হবে টিকিট। অথচ সোমবার মধ্যরাত থেকেই জেলা স্টেডিয়ামের সাথে ভিড় জমান ক্রিকেটপ্রেমীরা।

সোমবার রাত ১২ টায় রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামের সামনে গিয়ে দেখা যায়, টিকিট প্রত্যাশীদের দীর্ঘলাইন। টিকিট ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় আগের রাতেই লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। বৃষ্টিমুখর শীতের রাতে দূর্ভোগ উপেক্ষা করে লাইন ধরেছেন শতাধিক মানুষ।

মধ্যরাত লাইনে দাঁড়ানো সেবুল আহমদ নামের এক কলেজ ছাত্র বলেন, আগে বলা হয়েছিলো ব্যাংকে টিকিট মিলবে। এখন জানতে পারলাম ব্যংকে মিলবে না, কেবল এখানেই টিকিট পাওয়া যাবে। কিন্তু এখানে কি পরিমান টিকিট বিক্রি হবে তা বলা হয়নি। তাই দিনে এসে যদি টিকিট না পাই এজন্য রাতেই লাইনে দাঁড়িয়েছি।

এমনটি জানিয়েছেন লাইনে দাঁড়ানো আরও একাধিক টিকিট প্রত্যাশী।

বিপিএলের সিলেট ভ্যানুর মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএলের টিকিট বিক্রি হবে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ টি বুথে জেলা স্টেডিয়ামের সামনে টিকিট বিক্রি হবে।

তবে সেখানে প্রতিদিন কি পরিমান টিকিট বিক্রি হবে তা জানাতে পারেননি ফরহাদ।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ৫ম আসর।

আপনার মন্তব্য

আলোচিত