ক্রীড়া প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০১৭ ২১:১৬

নাসিরের সাথে শাস্তির কবলে এবার সিলেট সিক্সার্সও

জরিমানার কবলে পড়তে হলো  সিলেট সিক্সার্সকে। স্লো ওভার রেটের কারণে সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও দলের অন্যান্য খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। নাসিরকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং দলের অন্যান্য খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিপিএলের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছিলো সিলেট সিক্সার্স। ৩৩ রানে ম্যাচও জিতেছিলো তারা। তবে ম্যাচ শেষে দুঃসংবাদই শুনতে হলো তাদের। ২ ওভার বেশি সময় নিয়ে ইনিংস শেষ করায় জরিমানার কবলে পড়লো সিলেট।

বিপিএল পঞ্চম পর্বের প্রথম পর্ব চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে দিনের দ্বিতীয় ম্যাচ ৭টায় শুরু হয়। শিশিরের কারণে পরে বোলিং করা দল পড়ে বিপদেই। সেই বিপদে পড়েছিলেন এদিন নাসিররা। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল সময়ের হিসেবে কষে দেখেছেন নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিলেন নাসিররা। ঘটনাটি মঙ্গলবারের হলেও বুধবার এসেছে ঘোষণা।

বিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, এমন অপরাধে ওই দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হয় ওভার প্রতি। তাই সিলেটের প্রত্যেকের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে। অধিনায়কের ক্ষেত্রে জরিমানাটি দ্বিগুণ। তাই নাসিরকে গুনতে হচ্ছে ম্যাচ ফির ৪০ শতাংশ। নাসিরের দল টানা তিন ম্যাচ জিতে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে।

আপনার মন্তব্য

আলোচিত