সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৬ জুন, ২০১৫ ১২:৩৪

আম্পায়ারদের এলিট প্যানেলে বিতর্কিত আলিম দার ও ইয়ান গোল্ড

২০১৫-১৬ সালের জন্যে আম্পায়ারদের এলিট প্যানেল  ঘোষণা করেছে আইসিসি। আর সেখানে রাখা হয়েছে বিতর্কিত আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডকে। অথচ বাদ দেয়া হয়েছে স্টিভ ডেবিস এবং বিলি বাউডেনের মতো আম্পায়ারদের।

২০১৫ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে একের পর এক চরম বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সারা বিশ্বে তুমুল সমালোচনার মুখে পড়েন এই দুজন। শেন ওয়ার্ন থেকে শুরু করে ভিভিএস লক্ষণ বিশ্বের নামিদামি তাবৎ ক্রিকাটারা পর্যন্ত এ দুজনের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেছিলেন। ঐ ম্যাচের পর আলিম দারকে বেশ কিছুদিন দৃশ্যপটের বাইরে রাখা হলেও ইয়ান গোল্ড ছিলেন সদর্পে। অবশেষে সর্বশেষ ঘোষিত আম্পায়ারদের সর্বোচ্চ ফোরামে রাখার মধ্য দিয়ে নতুন বিতর্কের জন্ম দিল আইসিসি।

 Emirates Elite Panel of ICC Umpires অ্যাম্পিয়ারদের এলিট প্যানেলে  জায়গা হয়েছে ইংল্যান্ডের ৪ জন, অস্ট্রেলিয়ার ৩ জন আম্পায়েরর। সাথে সাথে আছেন ভারত, পাকিস্তান, সাউথ-আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকার একজন করে আম্পায়ার। জায়গা হয় নি বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট-ইন্ডিজের কোন আম্পায়ারের।

দেখে নেই এলিট প্যানেল ভুক্ত আম্পায়ারের তালিকা:

১) আলিম দার – পাকিস্তান ( – ( ৯৫ টেস্ট + ১৭২ ওয়ানডে + ৩৫ টি-২০ )

২) কুমার ধার্মাসেনা – শ্রীলংকা – (২৯ টেস্ট + ৬৫ ওয়ানডে + ১৭ টি-২০)

৩) ম্যারিস এরাসমাস – সাউথ-আফ্রিকা – ( ৩০ টেস্ট + ৬২ ওয়ানডে + ২০ টি-২০)

৪) ক্রিস গ্যাফানে – নিউজিল্যান্ড – ( ২ টেস্ট + ৪১ ওয়ানডে + ১৫ টি-২০)

৫) ইয়ান গোল্ড – ইংল্যান্ড – ( ৪৩ টেস্ট + ১০৩ ওয়ানডে + ২৯ টি-২০)

৬) রিচার্ড  কেটেলবফ – ইংল্যান্ড – ( ২৭ টেস্ট + ৫৭ ওয়ানডে + ১৭ টি-২০)

৭) নাইজেল লং – ইংল্যান্ড – ( ২৮ টেস্ট + ৯৩ ওয়ানডে + ২০ টি-২০)

৮) সুন্দারাম রভি – ভারত – ( ৬ টেস্ট + ২৪ ওয়ানডে + ১২ টি-২০)

৯) পল রাইফেল – অস্ট্রেলিয়া – ( ১৫ টেস্ট + ৪১ ওয়ানডে + ১৩ টি-২০)

১০) রড টাকার – অস্ট্রেলিয়া – ( ৩৬ টেস্ট + ৫৮ ওয়ানডে + ২৩ টি-২০)

১১) ব্রুস অক্সেনফোর্ড – অস্ট্রেলিয়া – (২৩ টেস্ট + ৬৯ ওয়ানডে + ১৭ টি-২০)

আগের তালিকা থেকে বাদ পরেছেন স্টিভ ডেবিস এবং বিলি বাউডেন। নতুনভাবে যুক্ত হয়েছে সুন্দারাম সুন্দারাম রভি এবং ক্রিস গ্যাফানে এর নাম।

আপনার মন্তব্য

আলোচিত