স্পোর্টস ডেস্ক

০৭ জুন, ২০১৫ ১৫:০৯

ভারতে অনুর্ধ-১৯ দলের কোচ হতে রাজি রাহুল দ্রাবিড়

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ভারতীয় বোর্ড (বিসিসিআই) রাখতে চেয়েছিল রাহুল দ্রাবিড়কেও। দ্য ওয়ালই না কি বোর্ডের শর্তে রাজি হননি। তাই শচীন-সৌরভের সঙ্গে উপদেষ্টা কমিটিতে জুড়ে দেওয়া হয় ভিভিএস লক্ষণকে।

জল্পনা ছড়ায় দ্রাবিড়কে অন্যভাবে কাজে লাগানোর চেষ্টা করছে ভারতীয় বোর্ড। শনিবার জানা গেল, সেই গুরু দায়িত্বটা হলো ভারতের ‘এ’ এবং অনুর্ধ-১৯ দলকে কোচিং করানো। দ্রাবিড়ও বোর্ডের অনুরোধকে আর উপেক্ষা করতে পারেননি।

শচীন-সৌরভ-দ্রাবিড়-লক্ষণ অর্থাৎ আবার ভারতীয় ক্রিকেটে সংযুক্ত হলেন ফ্যাব ফোর। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন, ‘ভবিষ্যতে ভারত ‘এ’ এবং অনুর্ধ-১৯ দলের কোচ হতে রাহুল দ্রাবিড় রাজি।’

ক’দিন আগে উপদেষ্টা কমিটিতে দ্রাবিড়ের না থাকা না প্রশ্ন তুলেছিলেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। বলেছিলেন,‘ দ্রাবিড় থাকলে দল আরও বেশি উপকৃত হতো।’ বিসিসিআই সেই ফাঁকফোকরও রাখলো না।

দ্রাবিড়ের কাঁধেই সপে দেওয়া হলো ভারতীয় যুবদের দায়িত্ব। তাই এটা বলাই যায়, জগমোহন ডালমিয়া ক্রিকেটের সর্বকালের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যানদের জায়গা করে দিলেন ভারতীয় ক্রিকেটের উন্নয়নে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।

আপনার মন্তব্য

আলোচিত