ক্রীড়া প্রতিবেদক

১৩ জুন, ২০১৫ ১৩:১৭

ধেয়ে এল কালো মেঘ

 একের পর এক বৃষ্টির হামলা সহ্য করে এগিয়ে যাওয়া ফতুল্ল টেস্টের চতুর্থ দিনেও কালো মেঘে রাতের অন্ধকার নেমে এলে আগেভাগেই লাঞ্চ বিরতী দিয়ে দেন দুই আম্পায়ার।

ততক্ষনে অবশ্য ১১১ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ১৯ রান করে তামিম ফরে যাবার পর মুমিনুল ও ইমরুল দারুন খেলছিলেন। ক্যারিয়ারেএ তৃতীয় ফিফটি তোলে নিয়ে অপরাজিত আছেন কায়েস তবে ৩০ রান করেই বিশ্বরেকর্ড জলাঞ্জলি দিয়ে হরভজনের বলে সোজা আকাশের দিকে তোলে মেরে ফিরে গেছেন বাংলাদেশের লিটল মাস্টার মুমিনুল। এরপর অধিনায়ক মুশফিক মাত্র ২ রান করে অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেলে ছোট খাট বিপর্যয়ের মধ্যেই নেমে এল বৃষ্টি।

আবার কখন খেলে শুরু হবে বলা যাচ্ছে না। হলেও বৃষ্টি কতটা নির্বিঘ্নে খেলতে দিবে তা অনিশ্চিত। বাংলাদেশের মাটিতে জুন মাসে হওয়া প্রথম কোন টেস্টের অবধারিত ম্যান অব দ্যা ম্যাচ তাই বৃষ্টি।

আপনার মন্তব্য

আলোচিত