নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:৪৩

লিগের ‘মহাগুরুত্বপূর্ণ ম্যাচ’, রাতেই সিলেট ছাড়লেন ক’জন ক্রিকেটার

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আনুষ্ঠানিকতা সারতে মাঠেই বেজে গেল রাত নয়টা। এরপরই কজন ক্রিকেটার হন্তদন্ত হয়ে ছুটলেন ঢাকার উদ্দেশে, উদ্দেশ পরের দিন সকালে লিগের ‘মহাগুরুত্বপূর্ণ ম্যাচ’।

বাংলাদেশের হেরে যাওয়ায় হতাশ ক্রিকেটারদের অনেকেই অবশ্য স্থির হয়ে বসার সময় পেলেন না। মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন সহ কয়েকজন ক্রিকেটারকে এর ঘণ্টা খানেক পরেই দেখা গেল সিলেট রেলওয়ে স্টেশনে। ঢাকাগামী উপবন এক্সপ্রেসের এসি স্লিপার শ্রেণিতে আগেই টিকেট বুক করা ছিল। তড়িগড়ি রওয়ানা হলেন ঢাকায়। উদ্দেশ্য, পরদিন সকালে যে প্রিমিয়ার লিগের 'মহা গুরুত্বপূর্ণ' ম্যাচ।

ঢাকা প্রিমিয়ার লিগে মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন দুজনেই খেলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবে। আজ সোমবার বেক্সিমকোর মালিকানাধীন ক্লাবটির সাভারে বিকেএসপিতে খেলছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। ঢাকায় নেমেও ধকল কম নয়। ভোরবেলা সাইফুদ্দিনদের সাভারে ছুটে গিয়ে ধরতে হয়েছে ম্যাচ।

জাকির হাসান প্রাইম ব্যাঙ্কে আর নাজমুল ইসলাম শেখ জামাল তারাও গেছেন রাতেই।

এর তুলনায় অবশ্য কম ধকল গেছে সৌম্য সরকারকে। তিনি এবার খেলছেন অগ্রণী ব্যাংকের হয়ে। সোমবার মোহামেডানের বিপক্ষে অগ্রণী ব্যাংকের খেলা ছিল মিরপুরেই। রাতেই রওয়ানা দিয়ে ভোরে পৌঁছে সেই ম্যাচে নেমেছেন সৌম্য।

সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে থাকা আরিফুল হক আর আবু জায়েদ রাহির উপর দিয়েও গেছে জার্নির ধকল। আরিফুল খেলেন প্রাইম ব্যাঙ্কে, জায়েদের দল শেখ জামাল। দুজনের খেলা ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। আজকের ম্যাচের প্রতিপক্ষ দুই খেলোয়াড় ঢাকায় ফিরলেন একসঙ্গেই। তাদের যেতে হলো নারায়ণগঞ্জের ফতুল্লার মাঠে।

প্রিমিয়ার লিগ বলে কথা! ক্লাব কর্মকর্তাদের অনেকেই বোর্ডের গুরুত্বপূর্ণ পদে; কোনভাবেই তাই মিস করা যাবে না ম্যাচ!

আপনার মন্তব্য

আলোচিত