স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০১৫ ১৫:৩১

আবারও প্রেসিডেন্ট প্রার্থী হবেন ব্ল্যাটার

ফিফায় আবার তোলপাড় যে শেপ ব্লাটার নিজেই ফিফা প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন, তিনিই আবার ভোটে দাঁড়ানোর কথা ভাবছেন! তাঁর ‘ইউ টার্ন’ এর সম্ভাবনায় বিশ্ব ফুটবলের পাশাপাশি রাজনীতিতেও নতুন জল্পনা৷

এখনও দু’সপ্তাহ হয়নি ফিফা প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্ল্যাটার৷ পঞ্চমবার নির্বাচিত হওয়ার পর মাত্র চার দিন প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি৷ তার ইস্তফার জন্যই পুনর্নিবাচন হতে চলেছে ফিফা প্রেসিডেন্ট পদে৷ এই ভোট হওয়ার কথা ডিসেম্বরের মাঝামাঝি৷

একটি সুইস সংবাদপত্রের খবর অনুযায়ী, ব্ল্যাটার নাকি তার সমর্থনে আফ্রিকা ও এশিয়ার ফুটবল সংস্থাগুলির থেকে বার্তা পেয়েছেন৷ তাকে ফের নির্বাচনে লড়াই করার আর্জিও জানিয়েছে সংস্থাগুলি৷ শোনা যাচ্ছে, সমর্থনের ইঙ্গিত পেয়ে নতুন করে ঘুঁটি সাজাতে প্রস্তুত হচ্ছেন ব্ল্যাটার৷যদিও ফিফার তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি৷

ব্ল্যাটারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে , ৭৯ বছরের বৃদ্ধ আবারও ফিফা প্রেসিডেন্টের প্রার্থী হতে পারেন৷ ওই সূত্রটিই জানিয়েছে , ‘যে কোন কিছুই হতে পারে৷’ ’শোনা যাচ্ছে , আগামী কয়েক দিনের মধ্যে ব্ল্যাটার ঘনিষ্ঠদের নিয়ে আলোচনায় বসবেন৷ খতিয়ে দেখবেন , নিজের সম্ভাবনা৷ যদি উপর্যুক্ত কোনও প্রার্থী না থাকে, তাহলে নির্বাচনে ফের দাঁড়াতে পারেন তিনি৷’

তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই যেভাবে ফিফার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের গ্রেন্তার করছে , তাতে ফের ব্ল্যাটার নির্বাচনে দাঁড়াতে চাইলে বিরোধিতার সামনে পড়তে পারেন৷ ব্ল্যাটারের এই রকম ‘ইউ টার্ন’ নতুন নয়৷ ২০১১ সালে চতুর্থবার নির্বাচিত হওয়ার পর ব্ল্যাটার ঘোষণা করেছিলেন, সেটাই তার শেষ বার৷ কিন্তু এবারও নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি৷ জিতেও গিয়েছিলেন৷

আপনার মন্তব্য

আলোচিত