স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৫ ০৪:০৩

জাতীয় ক্লাব ও আন্তঃসংস্থা ভারোত্তোলনের প্রতিযোগিতার ফলাফল

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যামিয়ামে চলছে তিন দিনব্যাপী জাতীয় ক্লাব ও আন্তঃসংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতা। 

সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আন্তঃসংস্থা ভারোত্তোলন প্রতিযোগিতায় পুরুষ ৬৯ কেজি ওজন শ্রেণীতে ২০১০ এসএস গেমসের স্বর্ণজয়ী হামিদুল ইসলাম স্বর্ণ, আনসারের হাসানুজ্জামান রৌপ্য, বাংলাদেশ জেলের হাফিজুর রহমান তাম্র জয় করেছেন। 

আর ৭৭ কেজিতে সেনাবাহিনীর আজিজুর রহমান স্বর্ণ,  একই দলের আব্দুল ওহাব রৌপ্য, আনসারের রবিউল ইসলাম তাম্র পদক জিতেছেন।

জাতীয় ক্লাব পুরুষ ভারোত্তোলন প্রতিযোগিতায় ৬৯ কেজিতে মর্ডান বডিবিল্ডিং ক্লাবের মিলন রায় স্বর্ণ, মেহেরপুরের মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের সাইফুল ইসলাম রৌপ্য, কুষ্টিয়ার বৈদ্যনাথ দত্ত জিমন্যাস্টিক্স ক্লাবের নুর ইসলাম মুন তাম্র ও ৭৭ কেজিতে মর্ডান বডিবিল্ডিং ক্লাবের আপন রায় স্বর্ণ, মোয়াজ্জেম জিমন্যাস্টিক্স ক্লাবের আবুল কালাম আজাদ রৌপ্য, আবু বক্কর তাম্র এবং ৮৫ কেজিতে মোয়াজ্জেম ক্লাবের আকবর হোসেন স্বর্ণ, আরামবাগ ক্লাবের শরিফুল ইসলাম রৌপ্য ও একই ক্লাবের জামিরুল ইসলাম তাম্রপদক লাভ করেন। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদসহ অন্যরা।

আপনার মন্তব্য

আলোচিত