সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২২ জুন, ২০১৫ ১২:০৭

ঢাকায় ভারতীয় দর্শক সুধীর গৌতমের ওপর হামলার অভিযোগ

যেখানেই খেলতে যায় ভারত গায়ে ভারতের 'তে-রঙা' মেখে পেছনে টেল্ডুলকার লিখে চলে যান সুধীর গৌতম। বাংলাদেশেও তাঁর আদলে শোয়েবরা টাইগার সেজে ঘুরে বেড়ান দলকে উৎসাহ দিতে বিশ্বের নানাপ্রান্তে।

বাংলাদেশেও এসেছিলেন  টিম ইন্ডিয়ার এই সমর্থক। সেই সুধীর গৌতমের ওপর হামলার খবর পাওয়া গেল। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের হারের পর এবার চূড়ান্ত অপমানিত হতে হল ভারতীয় সমর্থককেও।

সুধীর গৌতম নামে ওই সমর্থক ভারতীয় দলের সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। গতকাল রবিবার (২১ জুন) ভারত-বাংলাদেশ দ্বিতীয় একদিনের ম্যাচের পর বেশ কয়েকজন বাংলাদেশি সমর্থক সুধীরের উপর চড়াও হন বলে অভিযোগ। পুলিশের তত্পরতায় প্রাণে বাঁচেন ভারতীয় এ সমর্থক। এরপর ফেরার জন্য সুধীর সিএনজি অটোতে উঠলে, সেই অটো লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এমন পরিস্থিতির মুখোমুখি কোনওদিন হতে হয়নি বলে জানিয়েছেন সুধীর।

তিনি জানিয়েছেন, ক্ষিপ্ত জনতা চিৎকার করছিল, আমরা মেলবোর্নে  বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের হারের বদলা নিয়ে নিয়েছি, এবার ময়দানের বাইরেও বদলা নেব। খবর: এবিপিনিউজ

তবে ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি বলেন, “সুধীর সিএনজি ভাড়া করার চেষ্টা করছিলেন। এ সময় বাংলাদেশ সমর্থকরা তাকে ঘিরে টিপ্পনী কাটতে থাকেন। ভিড় দেখে সেখানে দায়িত্ব পালন করা কয়েকজন পুলিশ সদস্য এসে তাকে ঘিরে রেখে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়। তখন বাংলাদেশ সমর্থকদের বেশ কয়েকজন ‘ভুয়া-ভুয়া’ বলে কিছু দূর অটোরিকশা পেছন পেছন যায়। তবে তাকে শারীরিকভাবে আহত করার কোন ঘটনা চোখে পড়েনি”।

ভিডিও : সুধীর গৌতমের সাক্ষাৎকার, সৌজন্যে: এবিপি আনন্দ

আপনার মন্তব্য

আলোচিত