০৭ মে, ২০১৮ ১৩:১৯
লা লিগার ইতিহাসে কাম্প নউয়ে এল ক্লাসিকোর ম্যাচগুলোয় সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন লিওনেল মেসি।
রোববার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির গোল তাকে এই অবস্থানে নিয়ে আসে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচের ৫২তম মিনিটে মেসির এই গোল কাম্প নউয়ে লিগ ক্লাসিকোয় সপ্তম। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন ১৯৫৩-৭১ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে কাম্প নউয়ে লা লিগার ক্লাসিকোয় ছয় গোল করে আগের রেকর্ড গড়া ফ্রান্সিসকো জেন্তোকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাসিকোয় মেসির এটা ২৬তম গোল। আর চলতি মৌসুমে লিগে এটা তার ৩৩তম গোল।
আপনার মন্তব্য