ক্রীড়া প্রতিবেদক

২৪ জুন, ২০১৫ ১৯:০৪

‘বাংলাওয়াশ’ করতে দরকার ৩১৮

প্রথম দুই ম্যাচের এক ম্যাচেও ২৫০ রান করতে না পারা ভারত শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩১৭ রান করে বাংলাদেশকে দিয়েছে ৩১৮ রানের টার্গেট।

এদিন টস জিতে ভারতকে ব্যাটিং-এ পাঠান বাংলাদেশ অধিনায়ক। শুরুতেই আগ্রাসী ব্যাটিং করে ভারতীয় দুই ওপেনার চাপ সামাল দেয়ার চেষ্টা করলেও ৩৯ রানেই প্রথম উইকেটের পতন হয়। মুস্তাফিজ ম্যাজিকে ফিরে যান রোহিত শর্মা।

কোহলি ও ধাওয়ান মিলে দ্বিতীয় উইকেট জুটিতে পরিস্থিতি সামাল দেয়ার পাশাপাশি রানের চাকা সচল রাখেন। তবে ১১৪ রানের মাথায় ২৫ রান করা কোহলিকে ফিরিয়ে ক্যারিয়ারে ১৯৮তম উইকেট তোলে নেন সাকিব আল হাসান। এরপর ১৫৮ রানের মাথায় ৭৫ রান করা ধাওয়ানকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান মাশরাফি। তবে অপরপ্রান্তে ধোনী ছিলেন স্বভাবসুলব। চাপের মুখে ৬৯ রানের ইনিংস খেলে মাশরাফির বলেই আউট হন তিনি। এছাড়া আম্বাতি রাইডু করেন ৪৪ রান। 

বাংলাদেশের পক্ষে মাশরাফি ৭৬ রান দিয়ে ৩ উইকেট, মুস্তাফিজ ৫৭ রান দিয়ে ২ উইকেট এবং সাকিব ৩৩ রান দিয়ে ১ উইকেট পান।

আপনার মন্তব্য

আলোচিত