স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০১৫ ১৫:২৬

কোহলির মন্তব্যে নিয়ে টিম ইন্ডিয়ায় তোলপাড়

তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে না পারলেও টিম ইন্ডিয়ার মান-সম্মানের কিছুটা অন্তত রক্ষা হয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে যেভাবে ধরাশায়ী হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল- সেই ধকল কাটিয়ে ওঠা সহজ হবে না। এরই মধ্যে টাইগারদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে পরাজয়ের সূত্র ধরে টিম ইন্ডিয়ায় মাথাচাড়া দিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তাও গোপন সূত্রের খবরে নয়, স্বয়ং বিরাট কোহলির মন্তব্য থেকেই প্রকাশ্যে এসেছে সেই দ্বন্দ্বের ধোঁয়া।
 
বুধবার সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে বিরাট কোহলি বলেন, 'সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম। যেটা মাঠে গিয়ে বোঝা গিয়েছে। এটা আমার আলাদা করে না বললেও চলে। যারা ক্রিকেট দেখেন এবং বিশেষজ্ঞরা যা বোঝার নিশ্চই বুঝেছেন।'
 
এই মন্তব্যের জের ধরেই জল্পনা ছড়িয়ে পড়ে। বিরাট কোহলি এই মন্তব্যের মধ্য দিয়ে ড্রেসিংরুমে কোনো ভাঙ্গণের ইঙ্গিত দিয়েছেন বলেই ধরে নেন অনেকে। যদিও এ নিয়ে পরে সংবাদ সম্মেলনে সুরেশ রায়নাকে প্রশ্ন করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
 
বৃহস্পতিবার কলকাতার আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে, 'কোহলির তীর কি ধোনির দিকে? শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে বিতর্ক যদি ধোনির মাথা ব্যথার প্রথম কারণ হয়, দ্বিতীয় কারণ অবশ্যই রাহানে। যার পছন্দের ব্যাটিং নম্বর চার দখল করে ব্যাট করছেন এমএসডি। খেলার পর ধোনি-রাহানের আলাদা করে দীর্ঘক্ষণ কথা বলার ছবি, তাই সবার নজর কেড়েছে। তবে কি অশান্ত রাহানেকে শান্ত করতে চাইছেন ধোনি? যদিও ধোনি চারে এলে রাহানের জায়গা কোথায়? এ প্রশ্নের ঘোরাফেরা কিন্তু ভারতীয় ড্রেসিংরুমে আপাতত বন্ধ হচ্ছে না।'
 
যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কেউ।

আপনার মন্তব্য

আলোচিত