সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০১৫ ২০:৫৩

বাংলাদেশের সাকিব আবারও বিশ্বসেরা অলরাউন্ডার

তিন ধরণের ক্রিকেটের সেরা হওয়ার হারানো মুকুটটি পুনরুত্থার করলেন বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এ অলরাউণ্ডার ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের ভালো খেলার পুরস্কার পেলেন।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের ক্রিকেটে আবারও শীর্ষে বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বিশ্বকাপের পর ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান খোয়ালেও টেস্ট, টি-টোয়েন্টি যথারীতি শীর্ষেই ছিলেন। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হাফ সেঞ্চুরিসহ সিরিজে ১২৩ রানের সঙ্গে তিন উইকেট নিয়ে আবারও হারানো মুকুট পূনরুদ্ধার করলেন এ তারকা।

আইসিসির হালনাগাদ 'প্লেয়ার র‍্যাংকিংয়ে' অলরাউন্ডারদের তালিকায় তিনটি স্থানেই সাকিবের নাম রয়েছে প্রথমে। বিশ্বকাপের পর সাকিবকে ঠেলে শীর্ষে উঠেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। এবার তাকেই পেছনে ফেললেন সাকিব।

ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪০৮; দিলশানের ৪০৪ আর ৩৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন দিলশানের সতীর্থ অ্যাঞ্জেলো ম্যাথিউস।

টি-টোয়েন্টিতে সাকিবের চেয়ে ৬৮ পয়েন্ট পিছিয়ে আছেন দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। ৪০৮ পয়েন্ট নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন বাংলাদেশি অলরাউন্ডার। টেস্টে তার পয়েন্ট ৩৮১; সাদা জার্সির খেলায়ও দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারের চেয়ে ৪০ পয়েন্ট এগিয়ে আছেন সাকিব। খবর সূত্র: ক্রিকইনফো।

আপনার মন্তব্য

আলোচিত