সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০১৮ ২৩:২১

‘শ্বশুর-জামাই’ একই দলে

রাশিয়া বিশ্বকাপে মিশরের জার্সি গায়ে মাঠে নামবেন সাবেক শ্বশুর ও জামাই। প্রাক্তন শ্বশুর দলের অধিনায়ক, ৪৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক এসাম এল-হাদারি; আর জামাই মাহমুদ কাহরাবা সৌদির জেদ্দার ক্লাব আল ইত্তিহাদ এফসির হয়ে দুর্দান্ত খেলে নজড় কেড়ে জাতীয় দলে।

মিশরের অধিনায়ক এল-হাদারির দলের উইঙ্গার মাহমুদ কাহরাবা, তিনি হাদারির মেয়ের সাবেক স্বামী। ২০১৭ সালের ১২মে দু’জন বিয়ে করেছিলেন।

শাদাওয়া এল-হাদারির সঙ্গে কাহরাবা’র বিয়ে মাত্র ৪৮ দিন টিকেছিল। তারপর জানাজানি হয়, কাহরাবা এক আরবি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িত। এরপরেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

ফলে বর্তমান থাকা অবস্থায় শ্বশুর-জামাইকে এক জার্সিতে দেখা না গেলেও প্রাক্তন শ্বশুর-জামাইকে এক জার্সিতে দেখা যাবে।

মিশরকে ২৮ বছর পর বিশ্বকাপে তুলতে কম বেগ পোহাতে হয়নি এল-হাদারির।

কঙ্গোর সঙ্গে ম্যাচের সময় ডিলান সেইন্ট-লুইস ক্রসটা পেয়ে যান একেবারে মোক্ষম জায়গায়। সামনে শুধু মিশর গোলরক্ষক।

সেইন্ট-লুইসের হাফ-ভলি একহাতে ঠেকিয়ে দিয়েছিলেন এসাম এল-হাদারি।

যোগ করা সময়ে মোহামেদ সালাহর পেনাল্টিতে বিশ্বকাপে গেছে মিশর, হাদারি করেছেন তার সেই চিরচেনা উদযাপন। গোলপোস্টে উঠে দুহাত মেলে বসে আছেন। যেন দুষ্টু ছেলে গাছে উঠে বলছে, পারলে ধরো আমায়! আদতেই হাদারিকে রুখবে কে! তিনি নাচছেন, উল্লাসে মাতছেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে অংশগ্রহণের রেকর্ডটা ঠিকই হয়ে যাচ্ছে হাদারির। ক্যারিয়ারজুড়ে এই একটি স্বপ্নই দেখেছিলেন হাদারি, খেলতে চেয়েছিলেন একটি বিশ্বকাপে।

আন্তর্জাতিক অভিষেকের প্রায় ২২ বছর পর, অবশেষে স্বপ্নটা মেলছে পেখম! মিশরের হয়ে একটি ম্যাচ খেললেই হাদারি হয়ে যাবেন বিশ্বকাপ খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার।

অন্যদিকে হাদারির সাবেক জামাই মাহমুদ কাহরাবাকে সৌদির ক্লাব আল ইত্তিহাদ এফসিতে ধারে খেলতে দেয় মিশরের ক্লাব জামালেক।

ধারে খেলতে গিয়েই নিজের জাত চিনিয়েছেন কাহরাবা। শেষ ৪৪ ম্যাচে ২০টি গোল করেছেন।

মিশর রহস্য ভেদ করার সময় এখন, দেখার বিষয় সাবেক শ্বশুর-জামাই আর সঙ্গে মোহাম্মেদ সালাহর রসায়নে কতোদূর যেতে পারে দলটি।

আপনার মন্তব্য

আলোচিত