স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০১৮ ২০:৩৪

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় ইরান

উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে রাশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা ইরান চায় প্রস্তুতি পর্বের মতো মূল পর্বটিও জয় দিয়ে শুরু করতে।

শক্তির বিচারে ইরানের থেকে মরক্কো কিছুটা এগিয়ে থাকলেও ব্যাপারটা মোটেও আমলে না নিয়ে প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চান  ইরান কোচ কার্লোস কুইরোজ।

বাংলাদেশ সময় রাত নয়টায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইরান ও মরক্কো।

এ নিয়ে পাঁচবার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। আর এই প্রথম টানা দুইবার। এর নেপথ্য কারিগর কুইরোজ। দলটিকে ঘষেমেজে তৈরি করেছেন তিনি। শিষ্যদের ধারাবাহিক পারফরম্যান্সও আশা জাগাচ্ছে তাকে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কুইরোজ বলেন, শুরুটা ভালোভাবেই করতে হয়। প্রথম ম্যাচ সবসময়ই বিশেষ কিছু। ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। প্রতি দলেই ভালো কিছু খেলোয়াড় আছে। সবাই জয় পেতে চাইবে। সেই লক্ষ্যেই মাঠে নামবে তারা।

এ পর্তুগিজ কোচ বলেন, অস্বীকার করার কিছু নেই- সবাই চাপ নিয়ে বিশ্বকাপে খেলতে আসে। ফুটবলে সাফল্য পেতে হলে আপনাকে গোল করতেই হবে। আমাদের চেষ্টা থাকবে তা করে দেখানোর।বিজয় উদযাপন করতেই রাশিয়ায় এসেছি আমরা।

আজ ৬৭ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে ইরান-মরক্কো। দুদলের মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

আপনার মন্তব্য

আলোচিত