ক্রীড়া প্রতিবেদক

১০ জুলাই, ২০১৮ ২১:৪৬

সিলেটে ১৬৭ রানে শেষ বাংলাদেশ 'এ' দল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটির প্রথম দিনেই সফরকারী শ্রীলঙ্কা 'এ' দলের বোলিং তোপে ১৬৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ 'এ' দল।

অবশ্য স্বাগতিকরাও জবাবটা মন্দ দেয়নি। বোলিংয়ে নেমে দিন শেষে ৭৮ রানের বিনিময়ে তুলে নিয়েছে প্রতিপক্ষের ৩ উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৪ রানেই ফেরেন শাদমান ইসলাম। বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার সৌম্য সরকারও (১৪)।

একটা পর্যায়ে ৮১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। মিজানুর রহমান (১৪), সাইফ হাসান (৭), মোহাম্মদ মিথুন (৩)- কেউই ইনিংস বড় করতে পারেননি।

স্রোতের বিপরীতে লড়াই করেছেন জাকির হাসান। ৭৪ বলে ৫ চার ও এক ছক্কায় তিনি করেন ৪২। তারপরও বাংলাদেশ ১০৫ রানেই হারায় ৭ উইকেট।

সেখান থেকে দলের স্কোর দেড়শ পার করার কৃতিত্ব দুই স্পিনার সানজামুল ইসলাম ও নাঈম হাসানের। অষ্টম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন এই দুজন। সানজামুল ৮৩ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ৪১, নাঈম ৭১ বলে ২২।

দুই লেগ স্পিনার প্রভাত জয়াসুরিয়া ও মিলিন্ডা পুষ্পকুমারা নিয়েছেন ৩টি করে উইকেট। ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার শেহান জয়াসুরিয়াও।

হতাশার ব্যাটিংয়ে পর বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয় দারুণ। চতুর্থ ওভারে সাদিরা সামারাবিক্রমাকে (৫) এলবিডব্লিউ করেন সৌম্য। নবম ওভারে প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে (১২) ফেরান নাঈম হাসান। থিরিমান্নেকে স্ট্যাম্পিং করেছেন মিথুন।

তখন ২৩ রানেই লঙ্কানদের ২ উইকেট নেই। দলীয় ৪৭ রানে আসান প্রিয়ঞ্জনকে (০) সাইফের ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজ। শেহান জয়াসুরিয়া অবশ্য একাই সফরকারীদের টানছেন। দিন শেষে ৫১ বলে ৫৩ রানে অপরাজিত আছেন তিনি। ৭ রানে অপরাজিত আছেন আসালাঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৬২.৩ ওভারে ১৬৭ (সাদমান ৯, সৌম্য ১৪, মিজানুর ১৪, সাইফ ৭, জাকির ৪২, মিঠুন ৩, আফিফ ১২, সানজামুল ৪১, নাঈম ২২, মুস্তাফিজ ০, খালেদ ১*; ফার্নান্দো ১/২৯, মাদুশাঙ্কা ০/২৮, শেহান জয়াসুরিয়ান ৩/৪৭, পুস্পকুমারা  ৩/৪৮, প্রবাথ জয়াসুরিয়া ৩/১২, প্রিয়াঞ্জন ০/২)।

শ্রীলঙ্কা ‘এ’ ১ম ইনিংস: ২১.৪ ওভারে ৭৮/৩ (সামারাবিক্রমা ৫, শেহান জয়াসুরিয়া ৫৩*, থিরিমান্নে ১২, প্রিয়াঞ্জন ০, আসালাঙ্কা ৭*; খালেদ ৭-১-২২-০, সৌম্য ৩-২-৪-১, মুস্তাফিজ ৪.৪-০-২০-১, নাঈম ৫-০-২৬-১, সানজামুল ২-০-৬-০)।

আপনার মন্তব্য

আলোচিত