স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০১৮ ১৭:৪১

দুই হলুদকার্ড নিয়েও ফাইনাল খেলবেন এমবাপ্পে

সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জয় পেলেও এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ডের দেখা পেয়েছেন। এর ফলে পিএসজি তারকা ফাইনালে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে তার ভক্তদের মধ্যে দেখা দিয়েছে অনেক প্রশ্ন।

বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন পিএসজির এ তারকা। আর বেলজিয়ামের বিপক্ষে গোল না পেলেও দুর্দান্ত খেলেছেন এমবাপ্পে। রোববার মস্কোতে ফাইনাল খেলবে ফ্রান্স। কিন্তু দুটি হলুদ কার্ড পাওয়ায় এমবাপ্পে কি সেই ম্যাচে খেলতে পারবেন?

সাধারণ হিসেবে দুই হলুদ কার্ডে ফাইনাল থেকে নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও ফিফার নিয়মেই বেঁচে যাচ্ছেন এমবাপ্পে। নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্বের আগের হলুদ কার্ডের হিসেব কোয়ার্টারের পরে আর যোগ হয় না। সে ক্ষেত্রে বর্তমানে এমবাপ্পের নামের পাশে আছে শুধু একটি হলুদ কার্ড।

তাই এমবাপ্পেকে নিয়েই রোববার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কো স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে কারা থাকবে তা জানা যাবে বুধবার (১১ জুলাই)।

আপনার মন্তব্য

আলোচিত