সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৩ জুলাই, ২০১৫ ০১:১৮

অনুশীলনে ড্রোন উড়িয়ে ক্ষমা চাইল দক্ষিণ আফ্রিকা

ফাইল ছবি

গত ডিসেম্বরে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তার স্বার্থে বিনা অনুমতিতে আকাশে যে কোনো ধরনের মনুষ্যবিহীন যান ওড়ানো নিষিদ্ধ করে। এই খবর তো আর জানা ছিল না দক্ষিণ আফ্রিকা দলের। কাজেই মিরপুর  হয়ে গেল বিপত্তি।

মূলত বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম দিনের অনুশীলনের সময় একটি ড্রোন উড়তে দেখা যায়। অতিথি দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, “আমাদের ইউটিউব চ্যানেলে ব্যবহারের জন্য ক্রিয়েটিভ দৃশ্য ও ছবি তুলতে টিভি ক্রুরা ড্রোনটি এনেছিল।

বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, অনুমতি না নিয়ে ড্রোন ব্যবহার করায় ক্ষমা চেয়েছে দক্ষিণ আফ্রিকা দল।অতিথি দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেন, না বুঝে এটি ব্যবহার করায় আমরা বাংলাদেশের সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর কাছে ক্ষমা চেয়েছি।”

আপনার মন্তব্য

আলোচিত