ক্রীড়া প্রতিবেদক

০৩ জুলাই, ২০১৫ ১৫:৪৭

বিসিবি একাদশকে গুড়িয়ে সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা

২০ ওভারে ১০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান তোলে বিসিবি একাদশের বিপক্ষে সহজ জয় তোলে নিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় ব্যাটিং করে মাত্র  ১২ ওভারের জয়ের লক্ষ্যে পৌছায় তারা।

দুই ওপেনার কুইন্টেন ডি কক এবং এবিডি ভিলিয়ার্স ঝড় তোলে স্বচ্ছায় অবসর নিয়ে অন্যদের ব্যাটিং এর সুযোগ দেন।ডি কক ২৪ বলে ৩৫ , ভিলিয়ার্স ১৩ বলে ২৫ রান করেন।

এছাড়া ডুমিনি ১৭  ও মিলার ১৯ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন। বিসিবি একাদশের কোন বোলারই সাফল্য পান নি।

এর আগে  ফতুল্লার খান জাহান ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি অনুশীলন ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেই দারুন নৈপুন্য দেখায় দক্ষিণ আফ্রিকা দল।

সফরকারী দলটির তোপের মুখে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু শুরু থেকেই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে আর টেনে তুলতে পারেননি কেউ।

অধিনায়ক কায়েস সর্বোচ্চ ২৯ রান করেছেন। এছাড়া শুভাগত হোম ১৮ এবং সোহাগ গাজী ১৩ ছাড়া আর কেউ দুই অংকের ঘরেই যেতে পারেন নি।দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেবিড ওয়েস ৩টি, কাইল এবট ২টি এবং এরন ফাঙ্গিসো ২টি উইকেট নেন।

আপনার মন্তব্য

আলোচিত