স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৮ ১০:৩৮

টানা জিতে রেকর্ড পিএসজির

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম দল হিসেবে লিগের শুরুর টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে পিএসজি। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতে রেকর্ডটি গড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে শুক্রবার রাতে লিগের শীর্ষ দুই দলের ম্যাচটি ২-১ গোলে জেতে গতবারের চ্যাম্পিয়না।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। ৭০তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে বাঁকানো শটে ফরাসি ফরোযার্ড এমবাপে জালের মুখ খুলেন। এই নিয়ে লিগে টানা চার ম্যাচে গোল পেলেন এমবাপে। চলতি মৌসুমে লিগে এটা তার ১১তম গোল।

৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট এক জনের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। চলতি মৌসুমে লিগে এটা নেইমারের নবম গোল।

যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগান লিলের ফরাসি ফরোয়ার্ড নিকোলাস। তবে শেষ পর্যন্ত টানা দ্বাদশ জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

১২ ম্যাচের সবকটিতে জিতে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।

আপনার মন্তব্য

আলোচিত