ক্রীড়া প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৫ ১৭:৩০

আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম হবে সিলেট জেলা স্টেডিয়াম

সিলেট জেলা স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দ প্রধান করা হচ্ছে। আজ এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম জানান, এই স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এছাড়া জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামে উন্নীত করার প্রস্তাবনা করা হবে বলেও জানান তিনি।

সাফ অনূর্ধ-১৬ চ্যাম্পিয়নশীপের সফল আয়োজন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন করে জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থা ভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসাসিয়েশন সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম।

এছাড়াও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আলম নাদেলসহ ক্রীড়া সংস্থার অন্যান্য সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।

সাফ অনূর্ধ-১৬ চ্যাম্পিয়নশীপ আসরের আয়োজক কমিটির কো- চেয়ারম্যন মাহিউদ্দিন আহমেদ সেলিম বক্তব্যে জেলা ফুটবল এসাসিয়েশন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ভারত-বাংলাদেশ ফাইনাল খেলা চলাকালে বিদুৎ বিভ্রাটের জন্য আয়োজকদের কোনো ত্রুটি ছিলোনা বলে তিনি জানান, এ বিষয়টি বিদ্যুৎ বিভাগ গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আপনার মন্তব্য

আলোচিত