সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৫ ০১:২৫

কোনদিনই তামাক-মদের বিজ্ঞাপনে অংশ নিইনি : শচীন টেন্ডুলকর

শচীন টেন্ডুলকর। নাম বললে আর অন্য কিছু লাগে না। তার নামটাই যেন এক ব্রান্ড। সে টেন্ডুলকর জানালেন খেলোয়াড়ি জীবনের কখনই তিনি তামাক কিংবা মদের বিজ্ঞাপনে অংশ নেননি।

ভারতে একটি আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থার (ভারত শাখা) তিনদিনের সম্মেলনের শেষদিনে হাজির ছিলেন তিনি। শচিনের কথায়, আমার বাবা একটা কথা বলতেন-তামাক, অ্যালকোহলের প্রচার হয়, এমন কিছু করা থেকে বিরত থেকো। তাই এই দুটি বস্তুর প্রচার থেকে দূরেই থেকেছি।

ক্রীড়াবিদ হিসাবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শচিন নতুন প্রজন্মের খেলোয়াড়দের লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত ‘হাল না ছাড়ার’ মানসিকতা রাখার পরামর্শ দিয়েছেন। বলেছেন, আমি যখন ক্রিকেট খেলতাম, তখনও সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। যাঁদের ওপর আস্থা ছিল, তাঁদের পরামর্শ নিতাম।

আপনাদেরও সেই পরামর্শই দেব। কখনও কখনও ভাবি, আমি সত্যিই কঠোর প্রয়াস চালিয়েছি। কিন্তু তাতেও হয়ত কাজ হয়নি। আমি আপনাদের বলব, এক পা বেশি এগিয়ে থাকুন। যখন মনে হবে, এখানেই থেমে যাই, তখন না থেমে বরং এক পা এগিয়ে যান। সাফল্য ধরা দেবেই।

আর কাঙ্খিত লক্ষ্য হাতের মুঠোয় পেতে কোনও শর্টকাট নেই, এও বলেছেন শচিন।

আপনার মন্তব্য

আলোচিত