সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০১৫ ২২:২৭

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াটসন

ক্রিকেটের বনেদী ভার্সন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে অনেকটা আকষ্মিকভাবেই এ ঘোষণা দিলেন ৩৪ বছর বয়সী ওয়াটসন। যদিও অ্যাসেজ সিরিজে দলের বাজে পারফরম্যান্সের পর রিকি পন্টিং ওয়াটসনের টেস্ট স্কোয়াডে থাকায় প্রশ্ন তুলেছিলেন।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একদিনের পাঁচ ম্যাচের সিরিজের ২য় ম্যাচে ইনজুরির কারণে ছিটকে পড়ার পরই এই ঘোষণা দিলেন তিনি।

রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমি মনে করি টেস্ট খেলার মত সামর্থ্য এখন আমার নেই। বিগত কয়েকদিন ধরে এটা স্পষ্ট ছিল। তবে আমার যতটুকু সামর্থ্য ছিল তার পুরোটা আমি দিয়েছি।'

তবে এ বিদায়ই শেষ বিদায় নয়, একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাওয়ার আশা এই অলরাউন্ডারের।

২০০৫ সালে অভিষেক হওয়া শেন ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্ট খেলে তিন হাজার ৭৩১ রান সংগ্রহ করেছেন। টেস্টে চার শতক হাঁকানো ওয়াটসন গড়ে ৩৫ দশমিক ১৯ রান সংগ্রহ করেছেন আর উইকেট নিয়েছেন ৭৫টি।

আপনার মন্তব্য

আলোচিত