সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২৪

বাংলাদেশ ‘এ’ দলকে সামলাতে ভারতীয় দলে টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেনরা

বাংলাদেশ 'এ' ক্রিকেট দলের ভারত সফর বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর এবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে পূর্ণশক্তির এমনকি তাদের টেস্ট-ওয়ানডে ক্যাপ্টেনকে দলে ভিড়ীয়েছে তারা।

টাইগারদের 'এ' দলকে সামলাতে ভারতীয় 'এ' দলে খেলবেন এমএস ধোনি, বিরাট কোহলি, সুরেশ রাইনা এবং আম্বাতি রাইডু।

ভারতীয় জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ভারতীয় 'এ' দলে রেখে দল ঘোষণা করা হয়েছে। সফরে তিনটি ওয়ানডে ও দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

তিনটি ওয়ানডে ও একটি তিন দিনের ম্যাচে সফরকারীদের প্রতিপক্ষ ভারতের ‘এ’ দল। অপর তিন দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ২০১৪-১৫ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক।

আসন্ন ভারত-সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ওইসব ভারতীয় তারকা ক্রিকেটারদের 'এ' দলে রাখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতীয় 'এ' দলের কোচ ভারতীয় সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে নামার অভিজ্ঞতা ধোনি-কোহলিদের এই প্রথম।

ভারত সিরিজকে টাইগার নির্বাচকরাও বেশ গুরুত্বের সাথে দেখে সেরা দল গঠনের ঘোষণা দিয়ে রেখেছেন। সৌম্য-নাসির-বিজয়দের দলে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন টাইগারদের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আগামী সপ্তাহেই ভারত সফরের উদ্দেশ্য দেশ ছাড়তে হবে দেশের দ্বিতীয় সেরা দলটিকে।

ব্যাঙ্গালোরে ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ২২-২৪ সেপ্টেম্বর মহীসুরে প্রথম তিনদিনের ম্যাচে অবশ্য বাংলাদেশ খেলবে ভারতের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্নাটক দলের বিপক্ষে।

২৭-২৯ সেপ্টেম্বর দ্বিতীয় তিনদিনের ম্যাচটি হবে ব্যাঙ্গালোরে। ভারতীয় ‘এ’ দল এই ম্যাচে লড়বে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত