স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৯ ২৩:৩৬

থান্ডারের চারে চার হার

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচে তিন হার দিয়ে শুরু করা সিলেট থান্ডারের ভাগ্য চট্টগ্রামেও বদলায়নি। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া সিলেটকে আবার হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৫ উইকেটে, রাজশাহী রয়্যালসের কাছে ৮ উইকেটে, এরপর ঢাকা প্লাটুনের কাছে হেরেছিল সিলেট থান্ডার। আর চট্টগ্রাম পর্ব শুরু হলো তাদের ৪ উইকেটে হারের মধ্য দিয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট থান্ডার ২০ ওভারে ১২৯ রান সংগ্রহ করে।

সিলেট থান্ডার দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া ৩০ রান করেন অধিনায়ক মোসাদ্দেক। চট্টগ্রামের হয়ে ২৩ রানে ৪ উইকেট শিকার করেন রানা।

টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক চট্টগ্রাম। নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলেও দায়িত্বশীল ব্যাটিং করেন ক্যারিবীয় ওপেনার লেন্ডল সিমন্স। ৩৭ বলে ৪৪ রান করে ফেরেন এ ওপেনার।

ইনিংসের শেষ দিকে নূরুল হাসান সোহান ও কেসরিক উইলিয়ামসনের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। দলের হয়ে ২৪ বলে তিন ছক্কা ও দুই চারের সাহায্যে অপরাজিত ৩৭ রান করেন সোহান। ১৭ বলে ১৮ রান করেন কেসরিক।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার: ২০ ওভারে ১২৯/৮ (রনি ২, ফ্লেচার ৩৮, শফিকুল্লাহ ৬, মিঠুন ১৫, চার্লস ৩ , মোসাদ্দেক ৩০ , নাঈম ১১, দেলওয়ার ৭*, সান্টোকি ৯, নাজমুল ০*; নাসুম ০/১৭, রুবেল ২/২৮ , রানা ৪/২৩, মুক্তার ১/২৬ , উইলিয়ামস ১/৩১)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮ ওভারে ১৩০/৬ (সিমন্স ৪৪ , ফার্নেন্দো ৫ , ইমরুল ৬, মাহমুদউল্লাহ ২, ওয়ালটন ৯, নুরুল ৩৭*, মুক্তার ০, উইলিয়ামস ১৮ ; নাজমুল ০/৩৪, সান্টোকি ৩/১৩, ইবাদত ১/২৮, দেলোয়ার ১/৩১, নাঈম ০/১৮ )

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪ উইকেটে জয়ী।

আপনার মন্তব্য

আলোচিত