স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৯ ০৪:৩৬

বছরের শেষটা আনন্দের হলো না রিয়াল মাদ্রিদের

লা লিগায় টানা দুই ম্যাচে গোল পায়নি রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পর এবার আতলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জিনদিনে জিদানের দল। এরআগের ম্যাচেও ড্র করেছিল রিয়াল।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে বছরে নিজেদের শেষ ম্যাচে আতলেটিক বিলবাওয়ের কাছে পয়েন্ট হারাল লা লিগার ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করে যাওয়া রিয়াল আতলেটিক বিলবাওয়ের গোলমুখ খুলতে পারেনি। আতলেটিকের গোলরক্ষক সিমোন চিনের প্রাচীর হয়ে যেন দাঁড়িয়েছিলেন, রিয়ালের একের পর এক আক্রমণ নস্যাৎ করে দেন।

২০তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে টনি ক্রুসের নেওয়া শট ফেরে ক্রসবারে লেগে।

৩৩তম মিনিটে করিম বেনজেমার শট গোল লাইন থেকে ফেরান আতলেটিক বিলবাওয়ের ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। ৬০তম মিনিটে খুব কাছ থেকে নেওয়া নাচো ফার্নান্দেজের হেড ফিরে আসে ক্রসবারে লেগে।

৮৬তম মিনিটে দানি কারভাহালের ক্রসে বদলি ফরোয়ার্ড লুকা ইয়োভিচের হেড লাগে বাম দিকের পোস্টে। ফিরতি বলে সার্জিও রামোসের নিরিহ শট আটকান সিমোন।

বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। লিগে আতলেটিক বিলবাওয়ের অবস্থান ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম।

আপনার মন্তব্য

আলোচিত