স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০৮

সবার আগে দুই হাজার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক পূরণ করেছেন তামিম ইকবাল।

মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংস খেলার পথেই প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে ২ হাজার রান পেরিয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার।

৬৩ ম্যাচে ৬২ ইনিংসে তামিমের রান ২০২৯। সর্বোচ্চ অপরাজিত ১৪১। একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৮টি ফিফটি। গড় ৩৬.৮৯।

দুই হাজার রান পূরণের অপেক্ষায় আছেন মুশফিকুর রহিমও। ৭৬ ম্যাচে ৭২ ইনিংসে যার রান ১৯৩৭। ১২টি ফিফটি থাকলেও কোনো সেঞ্চুরি নেই তার।

বিপিএলে সর্বাধিক রানের তালিকায় তামিম ও মুশফিকের পরের তিন স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৭৮ ম্যাচে ১৬৯৫ রান মাহমুদউল্লাহর। ইমরুল কায়েস ৭৫ ম্যাচে করেছেন ১৫৬৭। এরপরের অবস্থানে আছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞায় সব ধরনের ক্রিকেটের বাইরে থাকা এই অলরাউন্ডারের সংগ্রহ ৭৬ ম্যাচে ১৪৮৩।

আপনার মন্তব্য

আলোচিত