ক্রীড়া প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২০ ২১:১৭

ওয়াটসনের ব্যাটিং তান্ডবে রংপুরের রানের পাহাড়

উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসনের ব্যাটিং তান্ডবে সিলেট থান্ডার্সের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রংপুর রেঞ্জার্স। এবারের বিপিএলের ৩২তম ম্যাচে রংপুর ৫ উইকেট খুইয়ে করেছে ১৯৯ রান।

সিলেট থান্ডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রংপুরের ইনিংসের শুরুতে তেমন একটা স্ট্রাইক পান নি ও। নাঈম শেখ মেরে খেলছিলেন, ওয়াটসন তাকে সঙ্গ দিচ্ছিলেন। ৩৩ বলে ৪২ করে নাঈম আউট হওয়ার পরই স্বরূপে দেখা দেন এই অস্ট্রেলিয়ায় ব্যাটিং দানব।

মাত্র ৩৬ বলে ৬৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন ওয়াটসন। ছক্কা মেরেছেন ৫টি, চার একটি বেশি। যখন মনে হচ্ছিল ওয়াটসনকে বোধহয় থামানোই যাবে না তখনই এবাদতের এক বুদ্ধিদীপ্ত বলে বোল্ড হন তিনি।

এবাদত একটি স্লোয়ার ইনসুইংগিং ইয়র্কার করেছিলেন, ওয়াটসন ব্যাটও নামিয়েছিলেন বলের লাইনে কিন্তু শেষ মুহূর্তে বলটি ইনসুইং করে ফাঁকি দেয় তাঁর ব্যাট। তবে চার ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন এবাদত, সিলেটের সফলতম বোলার তিনিই।


আপনার মন্তব্য

আলোচিত