স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২০ ১৩:১৯

ভারতে ইস্ত্রি ও হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকানোর চেষ্টা

শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সিরিজের টি-টোয়েন্টি ম্যাচে এক বলও মাঠে গড়ায়নি। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই আলোচনার বিষয় হয়ে উঠেছে। যেখানে দেখা গিয়েছে পিচ শুকোতে নিয়ে আসা হয়েছে হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর যন্ত্র, এমনকি ইস্ত্রিও। এতোকিছুর পরেও বিফলে যায় সকল চেষ্টা। পরিত্যক্ত হয়ে যায় ম্যাচটি।

গতকাল রোববার ভারতের আসামের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ছিলো। তবে দিনভর বৃষ্টিতে তা ভেস্তে যায়। যদিও বিকেলের দিকে বৃষ্টি কমাতে খেলা শুরু হবে এমনটা  আশা করেছিলেন দর্শকরা। তবে সেটিও ভেস্তে যায় মাঠকর্মীদের অসাবধানতায় কাভারের ফাঁক গলে পিচে পানি ঢুকে গেলে। তবে গ্রাউন্ডসম্যানদের উইকেট শুকাতে কোনো কমতি দেখা যায়নি।

পিচ শুকাতে হেয়ার ড্রায়ার-ইস্ত্রি এমনকি ভ্যাকুয়াম ক্লিনার পর্যন্ত ব্যবহার করা হয়। পাশাপাশি সুপারসপার দিয়ে আউটফিল্ড শুকানোর চেষ্টাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই কাজ হলো না।

এদিকে এ ঘটনায় ক্রিকেট অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের হাস্যরস করছেন।

একজন লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মাঠ শুকচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে!’ আরেকজন লিখেছেন, ‘যেখানে পাকিস্তান সুপার লিগের মতো টুর্নামেন্টে হেলিকপ্টার ব্যবহার করে মাঠ শুকানো হয়, সেখানে আসামে মাঠ শুকানো হচ্ছে ইস্তিরি দিয়ে!’ ভারতের এক দর্শক লিখেছেন, ‘আমরা কি আসলেই বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড?’

৭ জানুয়ারি তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে।


আপনার মন্তব্য

আলোচিত