স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২০ ০২:৪৮

স্প্যানিশ সুপার কোপা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কোপার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে সৌদি আরবের জেদ্দায় টাইব্রেকারে ৪-১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারায় জিনদিনে জিদানের দল।

নির্ধারিত নব্বই মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও দুই দলের কেউ গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে রিয়াল মাদ্রিদের প্রথম চারটি শটের প্রত্যেকটিই জালের দেখা পায়। অন্যদিকে, রিয়াল গোলরক্ষকের বীরত্বে আতলেতিকো মাদ্রিদের তিন শটের মাত্র একটি জাল খুঁজে পায়।

টাইব্রেকারে রিয়ালের পক্ষে গোল করেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও সের্হিও রামোস। অন্যদিকে আতলেতিকোর প্রথম শট পোস্টে মারেন সাউল নিগেস, থমাসের শটটি ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাদের তৃতীয় শটে জালে বল পাঠান কিরান ট্রিপিয়ার।

ফাইনালে জায়গা করে নিতে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারায়; আর আতলেতিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারায় ৩-২ গোলে।

দ্বিতীয় মেয়াদে এটা রিয়াল মাদ্রিদের কোচ জিনদিনে জিদানের প্রথম শিরোপা, এবং জিদানের অধীনে দলটির এটা দশম শিরোপা জয়।

আপনার মন্তব্য

আলোচিত