ক্রীড়া প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০১৫ ০০:১৯

ভারতের বিপক্ষে এবার এ দলের সিরিজ জয়ের মিশন

কদিন আগেই দু'দেশের জাতীয় দলের খেলায় ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার পরের মাঠেও একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ তবে জাতীয় দল নয়, সুযোগ এসেছে এ দলের সামনে যদিও এ দলেও আছেন জাতীয় দলের নিয়মিত কয়েকজন সদস্য।
হার দিয়েই ভারত সফর শুরু করেছিলো বাংলাদেশ ‘এ’ দল। ব্যাঙ্গালুরুতে সিরিজের প্রথম ম্যাচে ৯৬ রানের ব্যবধানে হার মানে সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে নাসিরের কীর্তিতে ঘুরে দাঁড়িয়ে ৬৬ রানের জয়ে তোলে নেয়ায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল।

অধিনায়ক মুমিনুল হকের চিন্তায় টপ অর্ডার, চিন্তার অবশ্য যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তিনি নিজে সহ টপ অর্ডারের গোটা পাঁচেক তারকা তো প্রথম দুই ম্যাচে কিছুই করে দেখাতে পারেননি। রনি তালুকদার, সৌম্য সরকার, এনামুল বিজয়, মুমিনুল হক, সাব্বির রহমান। জাতীয় দলের উঠতি এই ৫ তারা প্রথম দুই ম্যাচে দলীয় সংগ্রহ ১০০ পার হবার আগেই সাজঘরে ফিরে গেছেন। দুই ম্যাচেই দলকে টেনে তোলার দায়িত্ব পালন করেছেন লিটন দাস ও নাসির হোসেন। শেষ ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি হলে সিরিজ জেতা কঠিনই হয়ে যেতে পারে।

অনুশীলন শেষে অবশ্য বেশ সিরিয়াস শোনালো বিজয়ের কণ্ঠ, তিনি দৃঢ় আত্ম প্রত্যয়ী রানের ফেরার ব্যাপারে। বলেছেন- 'প্রথম দুই ম্যাচে আমরা কয়েকজন রান পাইনি তবে শেষ ম্যাচে কিছু একটা করে দেখাতে সবাই মুখিয়ে আছে'। বিজয়ের কথার প্রতিফলন মাঠে কতটা দেখা যাবে তা জানা যাবে রোববার সকাল সাড়ে নয়টায় বেঙ্গালুরুতে শুরু হওয়া ম্যাচের পর।

ইনজুরিতে পড়ে তাসকিন দেশে ফিরলেও দারুণ ছন্দে আছেন পেসার রুবেল হোসেন। জীবনের সেরা ফর্মে আছেন 'বোলার' নাসির হোসেন। সব মিলিয়ে সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হিথ স্ট্রিকের শিষ্যরা।

আপনার মন্তব্য

আলোচিত