স্পোর্টস ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২০ ১২:৪৩

টেস্ট খেলতে ১৬ বছর পর পাকিস্তানে বাংলাদেশ

দ্বিতীয় ধাপের সফরে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট খেলতে ১৬ বছর পর পাকিস্তানে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মুমিনুল হক নেতৃত্বাধীন দল ইসলামাবাদে পৌঁছায় বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত ইসলামাবাদের একটি হোটেলে অবস্থান করছেন তারা।

এবারের সফরে পাকিস্তানের সঙ্গে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচটি।

গত মাসে প্রথম ধাপের সফরে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। সিরিজে ২-০ ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল একটি চার্টার্ড বিমানে সরাসরি পাকিস্তানে গেলেও এবার তা হয়নি। কাতার এয়ারওয়েজের একটি বিমানে চরে মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ে টাইগাররা। কাতারে যাত্রা বিরতি নিয়ে ইসলামাবাদে পৌঁছায় তারা।

পাকিস্তানে বাংলাদেশের তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচীতে একটি ওয়ানডে খেলবে দুই দল। তারপর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

আপনার মন্তব্য

আলোচিত