স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২০ ১১:০০

প্রথম সেঞ্চুরি পেলেন অধিনায়ক মুমিনুল

টেস্ট অধিনায়ক হওয়ার পর বড় ইনিংসের দেখা পাননি মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন অবশেষে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯০ রান। তারা এগিয়ে আছে ২৯ রানে।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন নবম টেস্ট সেঞ্চুরি।

দ্বিতীয় দিন আধিপত্য বিস্তার করে তৃতীয় দিনও একই ধারা বজায় রেখেছে বাংলাদেশ। লিড তুলে নেয় আধা ঘণ্টার মধ্যেই।

দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তৃতীয় দিন ২২তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। জুটি দাঁড়িয়েছে ১২২ রানে। মুশফিক ক্রিজে আছেন ৬১ রানে, মুমিনুল হক ১০২ রানে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর তিন জুটিতে স্বস্তিদায়ক অবস্থানে এখন স্বাগতিকরা।

আপনার মন্তব্য

আলোচিত