ক্রীড়া প্রতিবেদক

০৫ মার্চ, ২০২০ ১৮:৪০

ক্রিকেটার না হলে মাছ ব্যবসায়ী হতেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যদি কোন কারণে ক্রিকেটে না আসতেন তাহলে সারাজীবন মাছের ব্যবসা করেই কাঁটিয়ে দিতেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে দুপুরে ম্যাচ পূর্ববর্তী নির্ধারিত সংবাদ সম্মেলনে এই মজার তথ্য জানিয়েছেন আগামীকাল বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়তে যাওয়া এ অধিনায়ক।

এর আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ছয় বছরের যাত্রা শেষ করে আগামীকাল শুক্রবার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মাশরাফি। তবে খেলোয়াড় হিসেবে তিনি দলে থাকলেও আর অধিনায়কত্ব করবেন না। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পর নতুন অধিনায়কের অধীনে ওয়ানডে খেলবে বাংলাদেশ।

অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার দিন সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মাশরাফি দেন মজার এক উত্তর। কখনও যদি কোনো কারণে ক্রিকেটে না আসতেন, তাহলে কি করতেন তিনি? হয়তো জীবন কাটিয়ে দিতেন মাছের ব্যবসা করে। তবে ক্রিকেটই যে তার জীবনের বড় একটা অংশ সেটিও মনে করিয়ে দিয়েছেন।

মজা করেই মাশরাফি বলেন, ‘সবসময় বলেছি যে, আমি আজকে যা কিছু (হয়েছি) সব ক্রিকেট দিয়েই। তো ক্রিকেট খেলা যদি না শুরু করতাম, তাহলে হয়তো মাছের ব্যবসা করতে পারতাম। কারণ আমার পারিবারিক ব্যবসা তো মাছের, ঘের-টের আছে (হাসি)। তাই ওভাবেই সব করে আসতে হতো।’

তিনি বলেন, ‘আমি যা কিছু হয়েছি, এই ক্রিকেট দিয়েই হয়েছি। সামনে আমার যা কিছু পরিকল্পনা, তার প্রধান অংশেই থাকবে ক্রিকেট। অবশ্যই আমার এলাকার যে কাজ আছে সেগুলো করতে হবে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে পরবর্তী নির্বাচন পর্যন্ত করতে হবে এগুলো। আমি অবশ্যই এটি থেকে পেছনে সরবো না।’

এ সময় মাশরাফি জানান, দলের যে কোনো খেলোয়াড় চাইলে যে কোনো সময় তার সাহায্য নিতে আসতে পারেন। মাশরাফির বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে, ক্রিকেট তো আমার রক্তের ভেতরে। যদি খেলোয়াড়রা যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে মনে করে যে আমাকে প্রয়োজন, আমি অবশ্যই থাকবো, আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’


আপনার মন্তব্য

আলোচিত