স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ, ২০২০ ১৩:৪১

ক্রিকেটার মিরাজের বাসায় চুরি: গ্রেপ্তার ১

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের রাজধানীর মিরপুর এলাকার বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনায় সোহেল রানা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

তবে শনিবার (৭ মার্চ) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় গ্রেপ্তার সোহেল রানার পল্লবীর বাসা থেকে চোরাই প্রায় ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।

তিনি বলেন, সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও বাকি চোরাই মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ক্রিকেট খেলায় অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে বাসা থেকে হোটেলে যান মিরাজ। এরপর খেলা শেষে বাসায় ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভেতরে সব তছনছ। সেই সঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত