০৮ মার্চ, ২০২০ ১৮:৫২
সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফীর স্থলাভিষিক্ত হলেন তামিম ইকবাল
বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
রোববার (৮ মার্চ) তামিম ইকবালকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে চূড়ান্ত করা হয়। বছরের প্রথম বিসিবির বোর্ড সভায় তামিমের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে, টাইগারদের সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফীর স্থলাভিষিক্ত হলেন তামিম ইকবাল।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন মাশরাফী। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে এপ্রিলের ২ তারিখ পাকিস্তানের বিপক্ষে।
মাশরাফীর চোটের কারণে বিশ্বকাপের পর তামিমের অধিনায়কত্বে শ্রীলঙ্কা সফর করে টিম টাইগার্স। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।
আপনার মন্তব্য