
০৯ মার্চ, ২০২০ ১৩:৫৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্বোধন হয়েছে 'বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯-২০'।
সোমবার (৯ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের এ রকম টুর্নামেন্ট ও লীগভিত্তিক আয়োজনের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। যারা ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবে।
লিগে সিলেটের ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে অনির্বাণ ক্রিকেট ক্লাব ও জালালাবাদ একাদশ।
আপনার মন্তব্য