
৩০ মার্চ, ২০২০ ১৮:৫৬
করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেয়া টোকিও অলিম্পিকের নতুন সূচি দিয়েছে আয়োজকরা। আগামী বছরের ২৩ জুলাইয়ে শুরু হয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ শেষ হবে ৮ অগাস্ট।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা শেষে সোমবার নতুন তারিখ ঘোষণা করেন ২০২০ অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি।
এর আগে করোনার কারণে সারা বিশ্ব থেকেই দাবি উঠে টোকিও অলিম্পিক পিছিয়ে দেয়ার জন্য। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কানাডা, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া- প্রায় সবাই চাইছিল ‘অলিম্পিক পিছিয়ে দেয়া হোক’। অধিকাংশেরই দাবি ছিল, অন্তত এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজন করা হোক অলিম্পিক গেমস।
সেই দাবি মেনে নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। পরে গত ২৪ মার্চ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, আইওসির প্রধান থমাস বাচ টোকিও অলিম্পিক এবং প্যারাঅলিম্পিক আগামী গ্রীষ্ম পর্যন্ত স্থগিত করার ব্যাপারে সম্মত হয়েছেন।
এদিকে করোনাভাইরাসের কারণে পিছিয়ে দেয়া হয় ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার আসর।
আপনার মন্তব্য