সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০২০ ০৯:৫৩

করোনা লড়াইয়ে নেইমারের আর্থিক সহায়তা

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সহায়তা দিয়েছেন নেইমার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯ লাখ ৫০ হাজার ডলার দান করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা। বাংলাদেশি মুদ্রায় যেটা ৮ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

নেইমার তার এই অনুদান দুই ভাগে ভাগ করে দুই জায়গায় দিয়েছেন। একটা অংশ গেছে ইউনিসেফের ফান্ডে। আরেকটা অংশ তার নিজ দেশ ব্রাজিলে কোভিড-১৯ মহামারি ঠেকাতে গড়া একটি ফান্ডে দিয়েছেন।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি টেলিভিশন চ্যানেলটি নেইমারের দানের বিষয়টি প্রকাশ করেছে। একটি অনুষ্ঠানে তারা বলেছে, ‘সে (নেইমার) চাইছিল এই দানের বিষয়টি যেন গোপন থাকে, প্রচার করা না হয়। কিন্তু আমরা এটা জনসমক্ষে আনার কারণ একটাই—কারও ভালো কাজের প্রচার আমরা সব সময়ই করতে চাই।’

টেলিভিশন চ্যানলেটির আরও একটি উদ্দেশ্য আছে, ‘আমাদের কাছে তথ্যটি আছে। এটা নিঃসন্দেহে ভালো একটি কাজ। খুব ইতিবাচক ব্যাপার। আর আমরা চাই এটা দেখে অন্য ক্রীড়া তারকাও তাদের মতো করে এগিয়ে আসুক।’

আপনার মন্তব্য

আলোচিত