সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০২০ ১১:৩৪

রিয়াল-বার্সা-আতলেতিকোর সাবেক কোচের মৃত্যু

স্পেনের তিন জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক কোচ রাদোমির আন্তিচ মারা গেছেন।

সোমবার সার্বিয়ান এই কোচের মৃত্যু হয় বলে দেশটির ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা জানিয়েছে, আন্তিচ দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে টুইটারে এক পোস্টে শোক প্রকাশ করেছে আতলেতিকো মাদ্রিদ ক্লাব, “আমাদের কিংবদন্তি কোচদের মধ্যে অন্যতম রাদোমির আন্তিচের মৃত্যুতে আতলেতিকো মাদ্রিদ পরিবার শোকাহত।"

রিয়াল জারাগোজার খেলোয়াড় হিসেবে প্রথম স্পেনে এসেছিলেন আন্তিচ। এরপর কোচ হিসেবে দেশটিতে কাজ করেছেন দীর্ঘদিন। এরমধ্যে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন আতলেতিকোয়। তার অধীনে প্রথম মৌসুমেই ডাবল শিরোপা জেতে ক্লাবটি।

এর আগে ১৯৯১-৯২ মৌসুমে দশমাস রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আন্তিচ। লুইস ফন গাল বরখাস্ত হলে ২০০২-০৩ সময়ে দায়িত্ব পালন করেন বার্সেলোনার কোচ হিসেবে।

আন্তর্জাতিক ফুটবলেও কোচের ভূমিকায় কাজ করেছেন আন্তিচ। ২০১০ সালে বিশ্বকাপে সার্বিয়া দলের কোচ ছিলেন তিনি। ওই আসরে গ্রুপ পর্বে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছিল আন্তিচের দল।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে সার্বিয়ান ফুটবল ফেডারেশন।

আপনার মন্তব্য

আলোচিত