স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল, ২০২০ ১৩:৫৬

করোনায় পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। সোমবার ৫০ বছর বয়সে সাবেক এ ব্যাটসম্যান পেশোয়ারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কোভিড-১৯ রোগে পজিটিভ হওয়ার পর তিন দিন ধরে হাসপাতালটির আইসিইউতে ছিলেন জাফর।

১৯৮৮ সালে অভিষিক্ত বাঁহাতি এ ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৫ ম্যাচ। লিস্ট ‘এ’তে খেলেছেন ৬টি। ৮ বছরের ক্যারিয়ার। ১৯৯৪ সালে খেলা ছেড়ে দেন। পরে কোচিংয়ে নাম লেখান। পেশোয়ারের অনূর্ধ্ব–১৯ ও সিনিয়র দলের কোচ ছিলেন।

দেশটির আরেক সাবেক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই জাফর। আখতার গত জুনে কোলন ক্যান্সারে ৪৩ বছর বয়সে মারা যান। তিনি খেলেছেন পাকিস্তান জাতীয় দলেও। তাদের ছোট ভাই ইরফান সরফরাজ খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

আপনার মন্তব্য

আলোচিত