স্পোর্টস ডেস্ক

০৩ মে, ২০২০ ১৫:০১

কন্যার নাম জানালেন সাকিব

গত ২৪ এপ্রিল সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। ৯ দিন পর শনিবার (২ মে) রাতে দুজনই তাদের ফেসবুক পেজে দ্বিতীয় কন্যার নাম জানিয়েছেন।

তারা মেয়ের নাম রেখেছেন- ইরাম হাসান, যার অর্থ জান্নাত।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের মেয়ের নামটি ছবি দিয়ে প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তার সঙ্গে লিখেছেন, '২৪ এপ্রিল রমজানের প্রথম শুক্রবার ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত। আলহামদুলিল্লাহ।'

২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। অবশ্য আগে থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে প্রথম কন্যা আলায়না হাসান অব্রি।

আপনার মন্তব্য

আলোচিত