স্পোর্টস ডেস্ক

১১ মে, ২০২০ ১১:০৫

করোনা আক্রান্ত নন জাভেদ ওমর

তামিম ইকবালের ফেসবুক লাইভে হাবিবুল বাশার সুমন জাভেদ ওমর বেলিম কে নিয়ে যে মন্তব্য করেছেন, যে তিনি করোনায় আক্রান্ত, তথ্যটি ভুল। করোনায় নয়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত।

রোববার (১০ মে) রাতে জাভেদ ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'আমি করোনা আক্রান্ত নই। এই খবরটি ভুল, আমার আসলে ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এসেছে সেটাই হাবিবুল বাশার ভেবেছে যে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।'

কথোপকথনের এক পর্যায়ে তিনি অনুরোধ করেন এমন কোনো প্রতিবেদন যেন সংবাদমাধ্যমগুলো প্রকাশ না করে।

প্রসঙ্গত, এদিন রাতে নিজের ফেসবুক পেইজে বাংলাদেশ ক্রিকেটের সাবেক তিন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম ইকবাল। সেখানেই বিষয়টি উঠে আসে।

আপনার মন্তব্য

আলোচিত