১৩ জুন, ২০২০ ০০:২২
ছাতকে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজমিন বেগম (০৯) নামের এ শিশুটি শুক্রবার (১২জুন) বিকালে নিজ বসতঘরের বারান্দায় মারা যায়। সে নোয়ারাই ইসলামপুর গ্রামের ওমান প্রবাসী আকল মিয়ার কন্যা।
বিকালে মেয়েকে ঘরে একা রেখে তার মা অন্যত্র চলে যান। কিছুসময় পর শিশুর মা ঘরে ফিরে দেখতে পায় ঘরের বারান্দায় একটি চেয়ারে বসা নাজমিন বেগম। তার গলায় ওড়না পেছানো এবং ওড়নাটি বাসার ডিসলাইনের সাথে ঝুলানো। এ অবস্থায় মেয়েকে দেখে তিনি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে এসে দেখতে পান নাজমিন বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
স্থানীয়দের ধারনা শিশুটিকে কৌশলে হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ছাতক থানা পুলিশ রাতে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই অবস্থান করছে।
আপনার মন্তব্য