সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০২০ ১৬:২৭

ক্রীড়া প্রতিমন্ত্রীকে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি স্থানে তার বিচরণসহ অসহায়দের পাশে থেকে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের জন্য অর্থ প্রদান করেছেন। তৃণমূল পর্যায়ে অসহায় ক্রীড়াবিদদের জন্য আরও অর্থের সংস্থান করেছেন। এছাড়াও নিজের তহবিল হতে তিনি এলাকার গরিব দুঃখীদের সাহায্য-সহযোগিতা করেছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রীর এ সকল কর্মকাণ্ডের জন্য ‘আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা’ কর্তৃক তাকে করোনাযোদ্ধা স্বীকৃতি হিসেবে একটি সনদ প্রদান করেছে। পাশাপাশি আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২০২১ এর জন্য ফেলো মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির আন্তর্জাতিক সনদ অর্জনে অভিনন্দন জ্ঞাপন করেছে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা।

রোববার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন এবং কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস ও জুনেদ আহমদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সহ-সাধারণ সম্পাদক জুম্মা আব্বাস রাজু ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমুল হাদী কাবী, কার্যনির্বাহী সদস্য, সুদেব শর্ম্মা চৌধুরী, মো. ইমরান চৌধুরী, আহমদ জুলকারনাইন, পাপলু দত্ত ও সুমাত নুরী চৌধুরী জুয়েল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মঈনউদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, মাসুক মিয়া, সমর চৌধুরী, আজাদুর রহমান আজাদ, মাহমুদ হোসেন শাহীন ও জাহান-ই-আলম নুরী চৌধুরী রাহেল ও সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু ও কোষাধ্যক্ষ সাবিনা সুলতানা, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, ক্লাব কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলার উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগীবৃন্দ, বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মচারীবৃন্দ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত