জুড়ী প্রতিনিধি

১১ জুলাই, ২০২০ ২১:২৮

বিশ্বজনসংখ্যা দিবসে জুড়ীতে ভার্চুয়াল আলোচনা সভা

বিশ্বজনসংখ্যা দিবস উপলক্ষে জুড়ী ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা  কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভায় ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, ডা. ইমরান আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনূর রশীদ সাজু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

সভায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে সেবিকা রানী দে, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা জোৎসা বেগম চৌধুরী, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সুব্রত রুদ্র পাল, শ্রেষ্ঠ এসএসিএসও আব্দুল মোহিত নির্বাচিত হন।

এছাড়া কমিউনিটি স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে পশ্চিম জুড়ী ইউনিয়নকে এবং শ্রেষ্ঠ  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান হিসেবে ফুলতলাকে নির্বাচিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত